গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজনৈতিক অনুষ্ঠানের না যাওয়াকে কেন্দ্র করে গত ১৯ আগস্ট ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীর উপর চড়াও হন প্রতিষ্ঠানটির ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা। এ নিয়ে ওই শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগালও করেন তিনি। যার একটি অডিও প্রকাশিত হয়। সেই অডিও ফাঁসের ঘটনায় ফের রিভার জেরার মুখে পড়তে হয় দুই শিক্ষার্থীকে। রিভার তোপের মুখে শেষমেষ ২৪ আগস্ট হল ছাড়তে হয় দুই শিক্ষার্থীকে।
ঘটনার এক মাস পর এবার একই কমিটির ছাত্রলীগ নেত্রীকে মেরে হল থেকে বের করার অভিযোগ উঠেছে তামান্না জেসমিন রিভা। সঙ্গে ছিলেন কমিটির সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া ও তাদের অনুসারীরা।
ভুক্তভোগী ওই ছাত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি৷ তার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুলের অভিযোগ, শনিবার রাত ১১টা নাগাদ তার উপর চড়াও হন ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা দুইজনসহ তাদের অনুসারী রোকসানা, মীম, মিতু, জ্যোতিসহ আরও বেশ কয়েকজন জান্নাতুলকে মারধর করে।
জানা গেছে, জান্নাতুল হলের চারটি কক্ষকে হল কর্তৃপক্ষের থেকে নিয়ে নিজের রাজনৈতিক কক্ষ হিসেবে গড়ে তোলেন। যেখানে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রিভা। তা না পেরে জান্নাতুলের ওপর হামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।