Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবায় বাপ-বেটার লড়াই!

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রীড়াঙ্গনে পিতা-পুত্রের লড়াই নতুন কোনো ঘটনা নয়। তবে দাবাতে এই প্রথম বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বিপক্ষে লড়তে দেখা গেছে পুত্র তাজওয়ার তাহসিনকে। যার বয়স মাত্র ১১ বছর। এই বয়সেই তিনি সর্ব কণিষ্ঠ দাবাড়– হিসেবে এবারে প্রিমিয়ার লিগে খেলে রেকর্ড গড়লেন। লিগে পিতা-পুত্র দু’জনে খেলছেন দুই দলের হয়ে। একজনের প্রতিপক্ষ হয়েছেন আরেকজন। জিয়া খেলছেন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের হয়ে। আর তাহসিনের দল গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
আগের দিনই দাবা অঙ্গনের সবার জানা ছিল যে, লিগে পিতা-পুত্রের লড়াই হবে। গতকাল তাই জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অন্য দাবাড়–দের সঙ্গে উপস্থিত ছিলেন উৎসুক আরো অনেকেই। এরই মাঝে সেখানে হাজির জিয়া ও তাহসিন। উৎসুকদের ভিড় ঠেলে সবার মাঝখান থেকে এগিয়ে এলেন বাংলাদেশ দাবার কিংবদন্তী স¤্রাজ্ঞি রানী হামিদ। বললেন, ‘আজ তো বড় খেলা। বাপ-বেটার লড়াই। কই দেখি জুনিয়র জিয়াকে।’ কথাটি বলে তাজওয়ার তাহসিনের সঙ্গে ছবিও তুললেন তিনি। অন্য টেবিল থেকে দেশের আরেক তারকা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তাহসিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ বাবাকে (জিয়া) হারাতেই হবে। যদি হারাতে পারো, তাহলে আইপ্যাড পুরস্কার পাবে।’
দেশের দাবা অঙ্গনে জিয়াউর রহমান একটি স্বীকৃত নাম। দীর্ঘ ৩২ বছর ধরে দাবা খেলছেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০০২ সালে গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন এই দাবাড়–। ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়–দের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং ২৫৭০ অর্জন করেন। বিপরীতে তাজওয়ার তাহসিন জিয়ার ক্যারিয়ার মাত্র চার বছরের। সপ্তম শ্রেণিতে থাকা অবস্থায় প্রথম নর্ম অর্জন করেন তিনি। এখন তার রেটিং ১৮০৬। পিতা জিয়ার ২৫১০। বাবার চেয়ে মাত্র ৭০৪ রেটিং পিছিয়ে তাজওয়ার। এতটুকু বয়সেই বাবার সঙ্গে দেশের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। বাবার মতো ৪০ বছর বয়সে কি করবেন? জিয়ার কাছে এমন প্রশ্নই ছিল মিডিয়ার। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঠিক মতো খেলতে পারলে আমাকে অনেক আগেই ছাড়িয়ে যাবে তাজওয়ার।’ জিয়া হেসে জানান, ছেলের বিপক্ষে খেলতে চাপ অনুভব করছেন তিনি। যদি ছেলের কাছে হেরে যান তাই। কিন্তু ঘটনা তা ঘটেনি। বাবারই জয় হয়েছে। খেলায় জিয়ার শেখ রাসেল ৪-০ সেটে তাহসিনের গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ