নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ রোইং ফেডারেশন মালয়েশিয়া থেকে নতুন আরগোমিটার এনেছে। ফলে এখন আর খেলোয়াড়দের অনুশীলন করানোর জন্য তাদের নদী কিংবা পুকুরে নামতে হবে না। এই আরগোমিটার আনায় এখন তৃণমূল পর্যায় থেকে ওঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের অনুশীলন চলবে ফেডারেশনের নিজস্ব কক্ষেই। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামস্থ ট্রেনিং রুমে বাছাইকৃত ২০ খেলোয়াড়কে নিয়ে দশ দিনব্যাপী ইনডার রোইং অনুশীলন কার্যক্রম শুরু হয়। পাশাপাশি বুড়িগঙ্গা নদীতেও প্রশিক্ষণ চলবে। কাল ছয়টি আরগোমিটারের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। এ সময় ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, সহ-সভাপতি মনিরুল আলম ও সাধারণ সম্পাদক হাজী খোরশেদ উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রায় সাড়ে আট লাখ টাকায় মালয়েশিয়া থেকে ইনডোর রোইং অনুশীলন সরঞ্জামাদি আনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।