Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ছেই

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গতকাল ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স। বুধবারের লেনদেনে মূল্যসূচক ডিএসইএক্স ৪৮৭১ দশমিক ২৯ পয়েন্টে উঠে এসছে। এক মাস আগে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পয়েন্ট ৪৬৮৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করছে। এ হিসাবে এক মাসের ব্যবধানে ডিএসইতে ১৮০ পয়েন্ট বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৪৮৭১ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৬ মাস বা ২০১৫ সালের ৬ আগস্টের মধ্যে সর্বোচ্চ। বুধবার ডিএসইতে ৮৬৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৮৯ লাখ টাকার বা ৮ দশমিক ৬৬ শতাংশ।
ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩২টি কোম্পানির দর কমেছে এবং ৪৯টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার।
এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল। লেনদেনে এরপর রয়েছেÑ আরগন ডেনিমস, কাশেম ড্রাইসেল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ফরচুন সুজ, শাশাঁ ডেনিমস, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও অলিম্পিক এক্সেসরিজ।
অন্য দিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৪৯ কোটি ৩২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১০ কোটি ৭৬ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১১০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৪ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১০২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৭৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৫ কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ আইপিডিসি, ফরচুনা সু, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার, আরগন ডেনিমস, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস এবং লাফার্জ সুরমা সিমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ