Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বিশ্বজয়ী হাফেজদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে : মাওলানা হামিদী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫০ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, কোরআনকে সম্মান করলে রাষ্ট্রে অনাচার-অবিচার, দুর্নীতি ও অরাজকতা কমে সর্বত্র সাম্য ও শান্তির সমাজ কায়েম হবে। কুরআনের সাথে সম্পৃক্ত সবকিছু দুনিয়া এবং আখেরাতে সম্মানিত। তাই সরকারের জন্য কোরআনি শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি কোরআনের বাহক বিশ্বজয়ী হাফেজদেরকেও যথাযথ সম্মান প্রদান করতে হবে।

মাওলানা হামিদী সম্প্রতি সউদি আরবে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশকে পিছনে ফেলে যে লাল সবুজের পতাকাকে পৃথিবীর বুকে সমুন্নত করেছেন, সে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ পূর্বে যারা বিজয় হয়েছেন তাদেরকেও রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদান করে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। আজ শুক্রবার সকালে লালবাগস্থ খেলাফত মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর নায়েবে আমির মাওলানা ফিরোজ আশরাফী, মুফতি আখতারুজ্জামান আশরাফী, যুগ্ম সম্পাদক মুফতি আফম আকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হাফেজ মোফাজ্জল হোসাইন, মাওলানা হাফেজ আবু বকর, মাওলানা সাইফুল ইসলাম জামালী, প্রিন্সিপাল শফিকুল ইসলাম ও মাওলানা জাফর আহমদ প্রমুখ।

মাওলানা হামিদী আরো বলেন, বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সংবর্ধনা ও পৃষ্ঠপোষকতা হলে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। আল্লাহর কালাম কোরআনকে যারা সম্মান করবে, কোরআনকে বুকে ধারণকারী হাফেজদের যারা সম্মান করবে ও মর্যাদা দিবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। বৈঠকে অক্টোবর মাসের শেষ দিকে মহানবী সা: এর মহান আদর্শ বিশ্বের সর্বোত্তম আদর্শ শীর্ষক একটি জাতীয় সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ