রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান প্যানেল ২০১০ শিক্ষক-শিক্ষিকাদের দ্রæত নিয়োগ প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি (প্যানেল) সভাপতি তপন কুমার দেবরায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুনমুন খাতুন ও সহ-সভাপতি নিলা খাতুন। এ সময় বক্তারা বলেন, উচ্চ আদালতের রায় ও প্রধানমন্ত্রীর নির্দেশ সত্তে¡ও আমারা নিয়োগ থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন বেতন না হওয়ায় মানবেতর জীবনযাপন করছি। তাই অবিলম্বে আমাদের নিয়োগ দ্রæত কার্যকর করা হক। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা প্রাশমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক
ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫৭ পিস ইয়াবা বড়িসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামের ওবাইদুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান শান্ত ও সিংগি গ্রামের মৃত রশিদের ছেলে রিজু। মঙ্গলবার রাতে তাদের আটকের পর কালীগঞ্জ থানায় সোপর্দ করে। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মাজেদুল জানান, রাতে অভিযান চালিয়ে সিংগী এলাকা থেকে র্যাব-৬ মাদক বিক্রেতা শান্ত ও রিজুকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫৭ পিস ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করে। গতকাল বুধবার সকালে তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।