Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসি নিয়োগ নিবন্ধিত সব দলের সাথে সংলাপ করে দিতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, মহামান্য প্রেসিডেন্টকে সকল নিবন্ধিত দলের সাথে সংলাপ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগে কার্যকরী ভূমিকা নিতে হবে।। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দিতে ব্যর্থ হলে দেশের জন্য ক্ষতিকর হবে। অতীতের ন্যায় নির্বাচন কমিশন সরকারের তলফীবাহক হিসেবে ব্যবহৃত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল বিকেলে মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ