গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বলেছেন, মহামান্য প্রেসিডেন্টকে সকল নিবন্ধিত দলের সাথে সংলাপ করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগে কার্যকরী ভূমিকা নিতে হবে।। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দিতে ব্যর্থ হলে দেশের জন্য ক্ষতিকর হবে। অতীতের ন্যায় নির্বাচন কমিশন সরকারের তলফীবাহক হিসেবে ব্যবহৃত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
গতকাল বিকেলে মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।