Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিএলে গোল্ডেন ডাক সাকিবের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৪ পিএম

বাংলাদেশ টি-টোয়েন্টি দল যখন আরব আমিরাতে উড়াল দিচ্ছে ক্যাপ্টেন সাকিব তখন সিপিএল খেলতে ব্যস্ত। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বলে সুবিধা করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

গতরাতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তারপরও জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে সাকিবের গায়ানা। আসরে ৭ ম্যাচে এটি দ্বিতীয় জয় গায়ানার।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শাই হোপ ও ওডেন স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে গায়ানা। হোপ ৬০ ও স্মিথ ১৬ বলে ৪২ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন সাকিব।

জবাবে ব্রান্ডন কিংয়ের সেঞ্চুরিতেও ম্যাচ জিততে পারলো না জ্যামাইকা। ৬৬ বলে ১০৪ রান করেন কিং। তারপরও ১ বল বাকী রেখেই ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকা।

বল হাতে প্রথম তিন ওভারে ২৮ রান দেন সাকিব। তবে নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ফাবিয়ান অ্যালেনকে ১ রানে আউট করেন সাকিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ