Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারিতে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু-১ নির্মাণ কাজ শুরু

বাংলাদেশ-ভারত যৌথ পরিদর্শন

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়ছড়ি) উপজেলা সংবাদদাতা : ২০১৭ সালের জানুয়ারিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর উপর বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম স্থলবন্দর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ভারতীয় অর্থায়নে ফেনী নদীর উপর ৪১২ মিটার দৈর্ঘের  মৈত্রী সেতু-১ এর নির্মাণ কাজ শুরু হচ্ছে। ৭ ডিসেম্বর বুধবার বেলা ১টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে সড়ক ও জনপদ অধিদফতরের আয়োজনে দু’দেশের প্রতিনিধি দল সেতুর স্থান পরিদর্শন শেষে পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান। ২০১৯ সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষমাত্রা নিয়ে আগামী সোমবার দুই দেশের সেতু নির্মাণ স্থান সার্বের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে বলে সভা শেষে জানানো হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধরের নেতৃত্বে বাংলাদেশ দলের ছয় সদস্য ও ভারতের সাব্রুম মহকুমার আন্ডার সেক্রেটারি সঞ্জয় রঞ্জনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল রামগড়ের মহামুনী দারোগা পাড়া-দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা এলাকায় স্থলবন্দর সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে পৌরসভায় এক পর্যালোচনা সভায় অংশ নেন। এ সময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) তামান্না নাসরিন উর্মী, এএসপি সার্কেল হারুনুর রশিদ, পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, ওসি মাইন উদ্দিন খাঁনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ৬ জুন ২০১৫ সালে ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফেনী নদীর উপর রামগড়-সাব্রুম মৈত্র সেতু-১ এর ভিত্তিপ্রস্তর প্রতিস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ