Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেড় ডজনের ব্রেক আপ পার্টি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বলিউড সিনেমা ‘লাভ আজ কাল’-এ প্রেম ভেঙে যাওয়ার পরে ব্রেক আপ পার্টির আয়োজন করেছিল যুগলে। এবার সিনেমার পর্দায় নয়, বাস্তবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে অনুষ্ঠিত হয়েছে ব্রেক আপ পার্টি!

এই ব্রেক আপ পার্টিতে এক কিংবা দু’জন নয়, একসঙ্গে ১৮ জন পুরুষ হাজির হয়েছেন। তারা গণবিয়ের বদলে গণবিচ্ছেদের উৎসবে মেতে উঠেন। অনুষ্ঠানের আগে বিয়ের মতোই আমন্ত্রণপত্র ছাপিয়ে রীতিমতো আনুষ্ঠানিক কায়দায় অতিথিদের দাওয়াত দেওয়া হয়। আর এমন আশ্চর্য কাণ্ডকারখানার আয়োজন করেছে ভোপালের এক এনজিও।
ভোপালের ওই সংস্থার সূত্রে জানা গেছে, ওই ১৮ জন পুরুষই বিবাহবিচ্ছিন্ন। তবে সহজ পথে পারস্পরিক সম্মতিতে সেই বিচ্ছেদ আসেনি। দীর্ঘদিন ধরে আইনি পথে লড়াই চালিয়ে অবশেষে ‘অনাকাক্সিক্ষত’ বন্ধন থেকে মুক্তি পেয়েছেন তারা। এই ১৮ জনের মধ্যে এমন এক ব্যক্তি ছিলেন, যার বিবাহিত জীবন মাত্র এক দিনের।
আবার ৩০ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদ চেয়েছেন এমন লোকও ছিলেন। তাদের সবার পক্ষে আদালতে মামলা চালিয়েছিল ওই এনজিও। গত আড়াই বছর ধরে চলেছে সেই আইনি যুদ্ধ।

সংস্থার দাবি, মামলা লড়তে লড়তে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তিরা। আদালতের লড়াই চালিয়ে যাওয়া এবং বিপুল টাকা খোরপোশ মেটানোর ফলে তারা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে তাদের মনোবল বাড়াতেই ব্রেক আপ পার্টির আয়োজন করে এনজিওটি। সূত্র : খালিজ টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ