Inqilab Logo

রোববার ১৩ অক্টােবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ০৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার জুটিবদ্ধ রিয়াজ ও মিম

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন রিয়াজ ও মিম। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট সিনেমায় এই জুটিকে দেখা যাবে। সিনেমাটি ১২ ফেব্রæয়ারি মুক্তি পাবে। মুক্তির আগেই সিনেমাটিতে রিয়াজ ও মিমের পারফরম করা একটি গান অনলাইনে প্রকাশ করা হয়েছে। ‘কেনোরে তোর মাঝে ডুবে থাকি সারাক্ষণ, কে আমার তুই, শুধু জানে আমার মন’ শিরোনামের গানটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ূন ও রমা। রোমান্টিক গল্পের এ সিনেমায় রিয়াজ, মিম ছাড়াও অভিনয় করেছেন বাপ্পি, দিতি, প্রবীর মিত্র, শ¤পা রেজা ও উৎপল। গল্প লিখেছেন এস রেজা। সংলাপ লিখেছেন মো: রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু। প্রযোজনা করেছে ডিজিটাল মুভিজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবার জুটিবদ্ধ রিয়াজ ও মিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ