Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ বছর পর তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরায়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৯:২১ পিএম

চার বছর পর তুরস্কে নিজ দেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইসরায়েল। ২০১৮ সালে আঙ্কারা দূতাবাসের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার পর পদটি শূন্য ছিল। রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘ বিরোধপূর্ণ সম্পর্কের অবসান হলো বলে ধারণা করা হচ্ছে।

ইরিট লিলিয়ান নামে এক সিনিয়র কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিনি গত দুই বছর আঙ্কারাস্থ ইসরায়েল দূতাবাসের দায়িত্বে ছিলেন। গতকাল সোমবার ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

২০১৮ সালে গাজা সীমান্তে বেশ কয়েকজন ফিলিস্তিনি বিক্ষোভকারীকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিবাদে তুরস্ক ইসরায়েল থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিলে, প্রত্যুত্তরে ইসরায়েল আঙ্কারা থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে।

এক সময়ের বন্ধুপ্রতিম দুটি দেশের সম্পর্ক ২০০৩ সাল থেকে অবনতি হতে শুরু করে। ২০০৩ সালে তুরস্কের প্রেসিডেন্ট হন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের কঠোর সমালোচক।

২০০৯ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে তৎকালীন ইসরায়েল প্রেসিডেন্ট শিমন পেরেসের তীব্র সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। এর ফলে সম্পর্কে আরও অবনতি হয়।
২০১০ সালে দুই দেশের মধ্যকার সম্পর্ক চরমে ওঠে, যখন ইসরায়েল অবরোধ ভেঙে তুরস্ক জাহাজে হামাস-শাসিত গাজা উপত্যকায় সহায়তা পাঠানোর চেষ্টা করে। এ ঘটনায় ইসরায়েল সেনাবাহিনীর হামলায় ৯ জন তুর্কি কর্মী নিহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ