Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আটকা পড়েছে শত শত তিমি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৭ পিএম

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকা পড়েছে কমপক্ষে ২৩০টি তিমি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, কয়েক দিনের ব্যবধানে কিং আইল্যান্ডে ঘটল তিমি আটকে পড়ার ঘটনা।

তাসমানিয়ার পরিবেশ বিভাগ বলছে, উপকূলে বালুতে আটকে পড়া তিমিগুলো পাইলট জাতের। এগুলো উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছে কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা।
এরই মধ্যে ওই এলাকায় পর্যটকের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু তিমি মারাও গেছে। গত সপ্তাহেও মারা যায় বেশ কয়েকটি তিমি।

এভাবে উপকূলে আটকা পড়ছে তিমি মাছ—সে বিষয়ে অবশ্য এখনো সঠিক কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে তাদের ধারণা, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে ওপরের দিকে ঝাঁকে ঝাঁকে উঠে আসছে ছোট আকারের পাইলট তিমিগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ