মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিক্ষার্থীর আত্মহত্যার জেরে উত্তাল ভারতের পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাসে এই বিক্ষোভ শুরু করেন। সুষ্ঠু তদন্তের দাবিতে এই বিক্ষোভ শুরু হয় বলে জানান তারা। প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবের ফাগওয়ারার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে এ নিয়ে পরপর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটলো। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। স্থানীয় পুলিশ জানায়, ২১ বছর বয়সী অগ্নি এস দিলীপ নামের এক ছাত্র হোস্টেলে তার নিজের কক্ষেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। রেখে যাওয়া সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, ব্যক্তিগত কারণে আত্মহত্যা করেন দিলীপ। ফাগওয়ারা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ছাত্রটির ব্যক্তিগত কিছু সমস্যা ছিল বলে জানা গেছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্ত ও সুইসাইড নোটের সব বিষয়বস্তু ওই ছাত্রের ব্যক্তিগত সমস্যার দিকে ইঙ্গিত করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও তদন্তের জন্য পূর্ণ সহায়তা করতে প্রস্তুত বলেও জানানো হয়। বিক্ষোভ করা শিক্ষার্থীদের দাবি, এর আগের আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই দুটি ঘটনারই সুষ্ঠু তদন্তের দাবিতে এই আন্দোলন তাদের। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।