Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাই প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না দেয়ার আহ্বান চীনের

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রটোকল ভেঙে প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ঘটনায় ক্ষুব্ধ চীন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েনকে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার না দেয়ার আহ্বান জানিয়েছে। আগামী মাসে গুয়াতেমালা, নিকারাগুয়া ও এল সালভাদর যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতি নেয়ার কথা রয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের। চীন ধারণা করছে, তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সাই। ফলে নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সাই নিজেই তার প্রমাণ। তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশ বলেই দাবি করে আসছে বেইজিং। সাই আগামী মাসের ১১-১২ তারিখ গুয়াতেমালা সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাউল মোরালেস। তাইওয়ানের অল্প কয়েকটি কূটনৈতিক মিত্রের মধ্যে একটি গুয়াতেমালা। তবে এ সফরে সাই ও গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস কি বিষয়ে আলোচনা করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কার্লোস। গুয়াতেমালা সফরকালে সাইয়ের নিউইয়র্কে ট্রানজিটের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। তাইওয়ানের মিত্র দেশ বলে পরিচিত নিকারাগুয়া, গুয়াতেমালা ও এল সালভাদর সফর করবেন সাই। ওই অঞ্চলে সফর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে ট্রানজিট ও তাইওয়ানের মিত্র সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ অন্তর্ভুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে নিউইয়র্কে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন সাই। তবে ওই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প শিবিরের একাধিক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটির সদস্য। এদিকে, সাইয়ের সম্ভাব্য সফরে যাত্রাবিরতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিকভাবে পরিচিত এক চীন নীতি অনুসারে তাইওয়ান চীনের অংশ। সাইয়ের যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি প্রসঙ্গে বলা যায়, তার প্রধান উদ্দেশ্য সুস্পষ্ট। মন্ত্রণালয় জানায়, চীন আশা করছে যুক্তরাষ্ট্র তাকে যাত্রাবিরতির অনুমোদন দেবে না এবং তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিকে কোনো ভুল সংকেত প্রেরণ করবে না। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ চীনকে ক্ষুব্ধ করে তুলেছে। যদিও তাদের এ আলাপ নিছক সৌজন্যমূলক ছিল বলে ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প শিবির। মার্কিন প্রশাসন থেকেও তার জবাব দেয়া হয়েছে। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ