Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনে অবৈধ বসতি আরো বাড়াতে যাচ্ছে ইসরাইল

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক স্থাপিত কয়েক হাজার ইসরাইলি বসতিকে অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। গত সোমবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত বিলের পক্ষে রায় দেন এমপিরা। তবে বিলটিকে আইনে পরিণত করতে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। ইসরাইলের বসতি সম্প্রসারণের এমন সিদ্ধান্তকে ব্যক্তিগত পর্যায়ে ভূমি দখলের পর তার রাষ্ট্রীয় স্বীকৃতির শামিল বলে মনে করছেন সমালোচকরা। তবে এ বিষয়ে বাইরের দুনিয়ার সমালোচনা কানে নিতে রাজি নয় ইসরাইল। এর আওতায় অন্তত চার হাজার অবৈধ বসতিকে বৈধতা দেয়া হবে। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে এ সংক্রান্ত বিতর্কে বিলটির কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা আইজ্যাক হারজগ। তার মতে, এটা হবে ইসরাইলের আত্মহননের শামিল। সমালোচকরা বলছেন, ইসরাইল যে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে সেটা নিজের দখলে নিতে চায়, এই পদক্ষেপ তার সুস্পষ্ট উদাহরণ। ইসরাইলের উগ্র ইহুদিবাদীরা অবশ্য পার্লামেন্টের এ সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলে অন্তর্ভুক্ত করা সহজ হবে। ফলশ্রুতিতে দীর্ঘমেয়াদে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। গত সোমবার নেসেটে এ সংক্রান্ত বিল পাস হওয়ার একদিন আগে গত রোববার বিষয়টি নিয়ে ইসরাইলের অবস্থানের সমালোচনা করেন দেশটির সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জন কেরি বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তিচুক্তি বাস্তবায়ন বাধাগ্রস্ত করছে ইসরাইলের ডানপন্থীরা। একইসঙ্গে ইসরাইলের বসতি স্থাপনের ফলে ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বাধাগ্রস্ত হবে। দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ব্রুনাই টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ