মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানিতে বোরকা নিষিদ্ধের ডাক দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেছেন, আর কখনই ইউরোপের শরণার্থী সংকটের পুনরাবৃত্তি করা যাবে না। চতুর্থবারের মতো চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার প্রাক্বালে গত মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, নিজ দল রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় মার্কেল বলেন, মুখঢাকা ইসলামি বোরকা দেশজুড়ে নিষিদ্ধের প্রস্তাব উঠলে তিনি তাতে সমর্থন দেবেন। তার ভাষ্য, পুরো মুখ ঢাকা বোরকা আমাদের দেশে গ্রহণযোগ্য নয়। এর পরপরই দলীয় ডেলিগেটরা তুমুল করতালির মাধ্যমে মার্কেলের বক্তব্যকে স্বাগত জানান। মার্কেল বলেন, যেখানেই আইনসম্মতভাবে সম্ভব, সেখানেই এটি নিষিদ্ধ করা উচিত। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ও সিডিউ-এ মার্কেলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র থমাস দ্য মেইজিয়েরে আগস্টে আংশিক বোরকা নিষিদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেন, বোরকা তার দেশে একত্রীকরণের সঙ্গে যায় না। তিনি বলেন, বিভিন্ন স্থানে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে যা আমাদের সমাজে সহাবস্থানের জরুরি। যেসব স্থানে বোরকা পরিধান নিষিদ্ধের প্রস্তাব করেন, তার মধ্যে সরকারি অফিস, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আদালতকক্ষ ও জনসমাগমস্থল রয়েছে। প্রসঙ্গত গত মাসে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডসের এমপিরাও একই ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব পাস করেন। বিবিসি,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।