Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ পিএম

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে করাচিতে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে  সফরকারী ইংল্যান্ড। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংলিশরা।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক মঈন আলী। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান।

জবাবে ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার উইকেটে ১৯.২ ওভারে ১৬০ রান তুলে নেয় ইংল্যান্ড। ফলে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল সফরকারীরা।

 

 

 ইংল্যান্ড দলের চলতি সিরিজ দিয়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট পুরোদমে ফিরলো।

 

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলবহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর বিদেশী দলগুলো সফরে অস্বীকৃতি জানালে পাকিস্তান তাদের হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে বাধ্য হয়। তবে শেষ কয়েক বছর যাবত ধীরে ধীরে পাকিস্তানের মাটিতে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ