Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্টদের জন্য নতুন বিমান চান না ট্রাম্প

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন, প্রেসিডেন্টদের বহনের জন্য নতুন বিমান তৈরির অর্ডার বাতিল করে সরকারের খরচ কমাতে। ক্ষমতা গ্রহণের ছয় সপ্তাহ আগে তিনি এক টুইটে বললেন, ভবিষ্যৎ প্রেসিডেন্টদের জন্য বোয়িং তৈরি করছে নতুন এয়ার ফোর্স ওয়ান। কিন্তু খরচের নিয়ন্ত্রণ নেই। এতে ব্যয় হবে ৪ বিলিয়ন ডলারের বেশি। অর্ডার বাতিল করা হোক। প্রেসিডেন্টদের জন্য দুই বা তার বেশি ‘৭৪৭-২০০বি’ জেট বিমান তৈরির জন্য বোয়িংয়ের সঙ্গে সরকারের চুক্তি রয়েছে। ২০২৪ সাল নাগাদ এগুলো আকাশে উড়বে। এদিকে, গত মঙ্গলবার এক ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন, জাপানের সফটব্যাংক যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি হয়েছে। এতে ৫০ হাজার লোকের নতুন কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসাওশি সনের সঙ্গে ট্রাম্প টাওয়ারে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প টুইটারে লিখেছেন, নির্বাচনে আমরা যদি না জিততাম, তাহলে তিনি এ কাজ কখনো করতেন না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনকারী বিশেষ বিমানের নাম এয়ার ফোর্স ওয়ান। এ বিমান প্রেসিডেন্টদের শৌর্য ও শক্তির প্রতীক। মঙ্গলবার ট্রাম্পের টুইটের পর শেয়ারবাজারে বোয়িংয়ের ১ শতাংশ দরপতন হয়। তবে বিকেল নাগাদ আবার আগের অবস্থানে উঠে আসে। নতুন যেসব বিমানের অর্ডার দেয়া হয়েছে, ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারলে ট্রাম্প তাতে চড়তে পারবেন না। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ