Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার চা-ওয়ালা হলেন মুখ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চা-ওয়ালার ছেলে নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে চর্চা হয়েছে বিস্তর। এবার তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতা চলে যাওয়ার পরে রাজ্যের ভার নিলেন যিনি, তিনিও অতীতে চা বিক্রি করেছেন। পঁয়ষট্টি বছর বয়সের এডিএমকে নেতা ও পনীরসেলভমকে তামিল রাজনৈতিক শিবির চেনে ওপিএস নামে। এই নিয়ে তিন বার মুখ্যমন্ত্রী হলেন তিনি। আগে দু’বার জয়ললিতা জেলে যাওয়ায় সাময়িকভাবে রাজ্যের দায়িত্ব নিতে হয়েছিল। এবার দায়িত্ব পেলেন পুরোপুরি। দলনেত্রীর মৃত্যুর পরে গত মঙ্গলবার মাঝরাতেই মুখ্যমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করে দল। রাজনৈতিক শিবিরের মতে, আপাতত দলে ভাঙন রোখাই নতুন মুখ্যমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এডিএমকে রাজনীতিতে পনীরসেলভম বরাবরই জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। ২০০১ ও ২০১৪ সালে জয়ললিতা দুর্নীতি মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। দু’দফাতেই নিজের রাজ্যপাট চালানোর জন্য পনীরসেলভমকেই বেছে নেন জয়ললিতা। এডিএমকে নেতাদের মতে, দলনেত্রীর ভরসার মর্যাদাও দিতেন পনীর। মুখ্যমন্ত্রী হিসেবে এ যাবৎ জয়ললিতার চেয়ারে বসে তিনি কোনো মন্ত্রিসভার বৈঠক করেননি। ভরতের মতো পাদুকা না হলেও, মুখ্যমন্ত্রীর ফাঁকা চেয়ারের সামনে জয়ললিতার ছবি রেখে বৈঠক করতেন পনীর। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ