মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোষ্য বিড়ালকে নিয়ে নানা বিচিত্র গল্প রয়েছে। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে বিড়ালের দুষ্টুমির নানা ছবি এবং ভিডিও ভাইরাল হয়। এবার এক বুদ্ধিমান বিড়ালের মজাদার এক ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি এক বিড়ালের চার দিন পর বাড়ি ফেরার গল্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের আফরেন নামে এক ব্যক্তির প্রিয় বিড়লের নাম লিলি। সেই লিলি চার দিন নিরুদ্দেশ থাকার পর মালিকের কাছে ফিরে এসেছে। শুধু তা-ই নয়, ছোট্ট পা দিয়ে ডোরবেল বাজিয়ে সে তার উপস্থিতিও জানান দিয়েছে।
বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরায় গোটা দৃশ্যটি ধরা পড়েছে। বাড়ির নিরাপত্তা সামগ্রী সরবরাহকারী এক সংস্থা তাদের ইউটিউব পেজে এই ভিডিও প্রকাশ করেছে। আফরেন জানান, তার প্রিয় লিলি সচরাচর বাড়ির বাইরে বের হয় না। মাঝেমধ্যে কেবল প্রতিবেশী বন্ধুদের সঙ্গে খেলা করতে দূরে চলে যেত সে। তবে রাতের আগেই বাড়িতে ফিরে আসত।
কিন্তু এবার খেলায় লিলি এতই মশগুল হয়ে পড়ে যে, চার দিন সে বাড়িই ফেরেনি। আফরেন ভেবেছিলেন, নিরুদ্দেশ হয়ে গেছে তার লিলি। কিন্তু চার দিন পর সে ঠিক পথ চিনে ফিরে এসেছে নিজের আস্তানায়। ডোরবেল বাজিয়ে মিঁয়াও করে ডেকে নিজের উপস্থিতিও জানান দিয়েছে সে। সূত্র : ফক্স নিউজ, ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।