Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুকুরের পেটে নেকড়ের জন্ম!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পৃথিবীর প্রথম ক্লোন করা মেরুপ্রদেশীয় নেকড়ে। নাম দেওয়া হয়েছে মায়া। চীনের সংস্থা সিনোজিন বায়োটেকনোলজি মেরুপ্রদেশীয় নেকড়ের এই ক্লোন তৈরি করেছে। মায়ার জন্ম হয়েছে সিনোজিনের বেজিংয়ের পরীক্ষাগারে। সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস্রে প্রতিবেদন অনুসারে, মায়ার জন্মের ১০০ দিন পেরিয়েছে এবং সে এখন সুস্থ আছে।

বন্য একটি মেরুপ্রদেশীয় স্ত্রী নেকড়ের ডিম্বাণু থেকে জন্ম হয়েছে মায়ার। তবে তার ভ্রুণ রাখা হয়েছিল বিগল প্রজাতির একটি কুকুরের জরায়ুতে। ওই মেরুপ্রদেশীয় স্ত্রী নেকড়ের ডিম্বাণু থেকে ১৩০টিরও বেশি নতুন ভ্রুণ তৈরি করা হয়। এরপর সাতটি বিগলের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় ৮০টিরও বেশি ভ্রুণ। এতগুলো ভ্রুণের মধ্যে একমাত্র মায়াই সুস্থ ভাবে জন্মগ্রহণ করে।

সিনোজিনে কর্মরত বিজ্ঞানীরা জানিয়েছেন, বন্য নেকড়ের প্রজাতির থেকেই কালক্রমে কুকুরের উৎপত্তি হয়েছে। নেকড়ে এবং কুকুরের জিনে বেশ মিলও দেখা যায়। আর সেই কারণেই কুকুরের জরায়ুতে এই ভ্রুণগুােল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মায়া এবং তার ‘মা’ ওই বিগল কুকুরটি এক সঙ্গেই একটি ল্যাবের মধ্যে থাকে। তাকে চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন পোলারল্যান্ডে পৌঁছে দেওয়া হবে বলেও সিনোজিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জন্মের ১০০ দিন পর সিনোজিন বায়োটেকনোলজির তরফে মায়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আর তা ইতোমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ