Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিশ্ব অর্থনীতিতে ৩০ শতাংশ ছাড়িয়েছে চীনের অবদান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

 

বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান কয়েক বছর ধরেই বেশ দ্রæতগতিতে বাড়ছে। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে চীনের অবদান ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে কেবল ২০২১ সালেই বিশ্বের গড় বার্ষিক লেনদেনের হারের ভিত্তিতে চীনের সামষ্টিক অর্থনৈতিক লেনদেনের পরিমাণ ছিল ১৮ দশমিক ৫ শতাংশ, যা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এসব তথ্য জানিয়েছে। চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণও ২০১৩ থেকে ২০২১ সালে বেড়েছে। গত বছর চীনের মাথাপিছু জিডিপির পরিমাণ ছিল ১১ হাজার ৬৮৪ ডলার। প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে বিভিন্ন উদ্ভাবনে চীন যে অগ্রগতি করেছে সেটিই দেশটিতে উন্নয়নের দিকে ধাবিত করেছে। ২০২১ সালে ওয়ার্ল্ড ইনোভেশন ইনডেক্সে ১২তম অবস্থানে উঠে এসেছে চীন। ২০১২ সালে দেশটির অবস্থান ছিল তালিকার ৩৪ নম্বরে। গত দশকে চীন একটি উন্নত অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলেছে, যার মাধ্যমে উন্নয়ন আরো ত্বরান্বিত হয়েছে। দেশের মানুষের জীবনযাপনের মানও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০১৩ থেকে ২০২১ সালের মধ্যে গ্রামের প্রায় ১০ কোটি অতিদরিদ্র মানুষের জীবনমানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এনেছে চীন। বøুমবার্গ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ