Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিওনার তান্ডবে ডোমিনিকান রিপাবলিকও বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম


ঘুর্ণিঝড় ফিওনা এবার তান্ডব চালাচ্ছে ডোমিনিকান রিপাবলিকের উপর দিয়ে। এর আগে প্রতিবেশী পুয়ের্তো রিকোতে ভয়াবহ ক্ষতিসাধন করেছে এই ঘ‚র্ণিঝড়। এরইমধ্যে ডোমিনিকান রিপাবলিকে শুরু হয়েছে প্রচন্ড ঝড় আর সেই সঙ্গে আছে মুষলধারে বৃষ্টি। ডয়চে ভেলে জানিয়েছে, এর আগে ফিওনার আঘাতে পুয়ের্তো রিকোর ভয়াবহ অবস্থা হয়েছে। দেশের অধিকাংশ এলাকাতেই তান্ডব চালিয়েছে এই ঝড়। সমগ্র দেশই এখন বিদ্যুৎহীন। এছাড়া প্রচুর গাছ উপড়ে ফেলেছে ফিওনা। বিদ্যুতের খুঁটিও এদিক সেদিক উড়ে গেছে। বেশিরভাগ রাস্তাই কার্যত পানির নিচে। তবে এতেই ক্ষান্ত হয়নি ফিওনা। মঙ্গলবার ডোমিনিকান রিপাবলিকে আছড়ে পড়েছে এই ঝড়। সেখানেও বহু এলাকায় বন্যা হয়েছে। অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানানো হয়েছে, ১১ হাজার মানুষ বিদ্যুৎহীন। দেশের পূর্ব ভাগের অবস্থা বেশি খারাপ। দেশের ৩২টি দ্বীপের মধ্যে ১৬টিতে রেড অ্যালার্ট বা চ‚ড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি তিনটি প্রদেশকে দুর্গত এলাকা হিসাবে ঘোষণা করতে পারেন। দেশের পূর্বদিকে ইয়ুমা নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক শহরও ডুবে গেছে। পুয়ের্তো রিকোর বৃষ্টি এখনও অব্যাহত আছে। বর্তমানে ফিওনার জন্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে ঝড় বইছে। কিন্তু ক্রমশ তা শক্তিহীন হয়ে পড়বে বলে মার্কিন জাতীয় ঘ‚র্ণিঝড় কেন্দ্র জানিয়েছে। দুর্বল অবস্থায় এটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। ডিডবিøউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ