Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের সর্বোচ্চ কাঠনির্মিত ভবন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মিত হচ্ছে ১৮২ মিটার দীর্ঘ আকাশচুম্বী ভবন। সবকিছু ঠিক থাকলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ হাইব্রিড ভবন, যেটি নির্মাণের মূল উপাদান হলো পরিবেশবান্ধব কাঠ ও কাঠজাত সামগ্রী। জাপান ও অস্ট্রেলিয়ার দুটি নির্মাণ প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এ ভবনের কাজ শুরু করেছে। জাপানভিত্তিক বার্তা সংস্থা কিয়োডো এজেন্সির বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। টোকিওভিত্তিক ওবাইয়াশি করপোরেশন এবং সিডনিভিত্তিক বিল্ট পিটিওয়াই লিমিটেড ২০২৬ সালের মধ্যে অ্যাটলাসিয়ান সেন্ট্রাল নামের ৩৯ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রতিষ্ঠান দুটির লক্ষ্য হলো নির্মাণকাজ চলাকালে প্রথাগত ভবনের চেয়ে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ৫০ শতাংশ বা তার বেশি কমিয়ে আনা। কেবল নির্মাণকাজেই নয়, পুরো ভবনটি যেন পুনর্ব্যবহার্য জ্বালানির মাধ্যমে পরিচালিত হয় সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। ওপরের দিকে সাতটি তলার পর থেকে হাইব্রিড-টিম্বার পদ্ধতিতে তৈরি করা হবে। যেখানে স্টিল অবকাঠামো এবং বিশেষভাবে প্রক্রিয়াজাত কাঠ অথবা কাঠের প্যানেল দিয়ে তৈরি করা হবে। প্রক্রিয়াজাত যে কাঠ বা কাঠজাত সামগ্রী দিয়ে ভবনের মূল কাঠামো নির্মাণ করা হবে সেটি কংক্রিটের তুলনায় কম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে বলে জানিয়েছে ওবাইয়াশি করপোরেশন। প্রতিষ্ঠানটি বলছে, এসব পণ্য পরে পুনর্ব্যবহারও করা যাবে। তবে নিচের সাততলা ও বেজমেন্ট নির্মাণের জন্য কংক্রিটই ব্যবহার করা হবে। কিয়োডো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ