মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দেয়াল ধসে
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় আবাসিক এলাকার একটি অংশের প্রাচীর ধসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নয়ডার সেক্টর ২১-এর একটি বড় হাউজিং কমপ্লেক্স ‘আবহাওয়া বিহার’-এ ধ্বংসস্ত‚পের নীচে আটকে পড়া ১২জন শ্রমিককে বুলডোজারের সহায়তায় বের করে আনা হয়েছে। ঘটনার পরপরই পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রæত শুরু করা হয়েছে। দমকল বাহিনী এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। পিটিআই।
যুব সফর
আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদান, খোলা চোখের অভিজ্ঞতা এবং নতুন দৃষ্টিভঙ্গি থেকে ‘চীন অন্বেষণ করা’ থিম নিয়ে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ‘২০২২ জিওয়াইএলডি চায়না ট্যুর-চিয়াংশি’ চীনের চিয়াংশি প্রদেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের সহযোগিতায় একাডেমি অফ কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ দ্বারা আয়োজিত ‘২০২২ জিওয়াইএলডি চায়না ট্যুর-চিয়াংশি’ চীনের চিয়াংশি প্রদেশের চিংতঝেন শহর এবং উইয়ুয়ান কাউন্টিতে অনুষ্ঠিত হয়। যুব প্রতিনিধিরা বলে, ২০২২ জিওয়াইএলডি চায়না ট্যুর-চিয়াংশি প্রত্যেকের চীনকে বুঝার জন্য একটি জানালা এবং এই বুঝাকে উন্নতি করার জন্য একটি সেতু। সিনহুয়া।
উৎপাদন বন্ধ
ইউক্রেনে রাশিয়ার অভিযানের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি পেপসিকো ইনকর্পোরেশন রাশিয়ায় পেপসি, সেভেন আপ এবং মাউন্টেন ডিউ তৈরি করা বন্ধ করে দিলো অবশেষে। মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর কোম্পানিটি বিক্রয় ও উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল আগেই। মস্কো ও এর বাইরে কয়েক ডজন সুপারমার্কেট, খুচরা বিক্রেতা ও জিমে অনুসন্ধান চালানোর পরই পেপসি ইনকর্পোরেশনের এ ঘোষণা এলো। গত জুলাই ও আগস্টে রাশিয়ার কারখানা থেকে উৎপাদন তারিখসহ প্রিন্ট করা পেপসির ক্যান ও বোতল খুঁজে পেয়েছে। সবশেষ পেপসি গত ১৭ আগস্ট রাশিয়ায় উৎপাদন করে কোমল পানীয়। রয়টার্স।
স্যাটেলাইটগুলো
সা¤প্রতিক বছরগুলিতে পৃথিবী প্রদক্ষিণকারী স্যাটেলাইটের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তবে রাশিয়া বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা পথ পরিবর্তন না করলে এসব স্যাটেলাইটের মধ্যে কিছু সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যদিও রাশিয়া সরাসরি কারো নাম উল্লেখ করেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হুমকিটি ইলন মাস্কের স্পেসএক্সকে লক্ষ্য করেই দেয়া হয়েছে। কারণ তাদের প্রতিষ্ঠান স্টারলিংক রাশিয়ান অভিযানের সময় ইউক্রেনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করেছিল। অভিযানের শুরুর দিকে, স্পেসএক্স ইউক্রেনে স্টারলিঙ্ক পরিষেবা সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়েছিল, এবং এটি কার্যকর হয়েছিল। এক্সট্রিম টেক।
মেক্সিকোয় ভ‚মিকম্প
মেক্সিকোর পূর্বাঞ্চলে ৭.৬ মাত্রার এক শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। এতে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় এ কম্পন অনুভ‚ত হয়। সোমবার রাতে মেক্সিকোর পশ্চিম উপক‚লের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ জানিয়েছে, মাটির ১৫ কিলোমিটার গভীরে এই ভ‚মিকম্পের উৎপত্তিস্থল ছিল। মেক্সিকোর সিটি মেয়র জানান, ভ‚মিকম্পে রাজধানী জুড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিবিসি।
বাঁশিতেই
রাজত্বের বেশিরভাগ সময়, রানী তার জানালার নীচে বাজানো ব্যাগপাইপের শব্দে উজ্জীবিত হয়ে উঠতেন। রাজকীয় এই পাইপার কয়েক দশক ধরে রানীর ব্যক্তিগত অ্যালার্ম ঘড়ি হিসাবে কাজ করতেন। তিনি প্রতিদিন সকালে ১৫ মিনিট ধরে ব্যাগপাইপ বাজিয়ে রানীর ঘুম ভাঙাতের। কিন্তু সোমবার, সেই পাইপারই ছিল একটি ভিন্ন ভ‚মিকায়। যে সঙ্গীতটি রানীর সকালের শুরুর সংকেত দিত, সেই সঙ্গীতই তার অন্ত্যেষ্টিক্রিয়ার সমাপ্তির সংকেত দেয়। যখন তার কফিন উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলের নীচে রয়্যাল ভল্টে নামানো হয়েছিল, তখন তিনি একটি চ‚ড়ান্ত সুর বাজাচ্ছিলেন, ‘এ স্যালুট টু দ্য রয়্যাল ফেন্ডারস্মিথ’’। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।