Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন আছেন ‘টাইটানিক’ রোজ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

টাইটানিক খ্যাত হলিউড নায়িকা কেট উইন্সলেট হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে ক্রোয়েশিয়ায় পরবর্তী ছবির শ্যুটিং চলাকালে তিনি পায়ে আঘাত পান। দ্রæত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কেট সুস্থ আছেন।
পরিকল্পনা মাফিক চলতি সপ্তাহেই তিনি কাজে ফিরবেন। কিন্তু, কেট কী ভাবে পড়ে গিয়েছিলেন? একাধিক প্রতিবেদনের খবরে বলা হয়েছে, কেট আচমকা সিøপ করে পড়ে যান। সাবধানতার জন্যই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে কেট প্রতিভাবান চিত্রগ্রাহক এলিজাবেথ লি মিলারের বায়োপিকে অভিনয় করছেন। জানা গেছে, গত রোববারের ঘটনার পর অভিনেত্রীকে ওই এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই সপ্তাহেই আবারও কাজে ফিরছেন তিনি।
লি ছবির পাশাপাশি জেমস ক্যামেরুনের অ্যাভাটার ছবির সিক্যুয়ালে কাজ করছেন কেট। এই সিনেমার জন্য পানির নিচে সাত মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়েছিল কেটকে। এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, ছবিতে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। তবে ওই দৃশ্যের শ্যুটিংয়ের একটা পর্যায়ে কেটের মনে হয়েছিল তিনি মরেই যাবেন। সূত্র : ডেইলি মেইল, হলিউড রিপোর্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ