Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেনা চেনা লাগে তবুও অচেনা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এমনই এক রোগ, চেনা মুখ দেখলেও আর চেনা যায় না। কারো মুখ একবার দেখলে, পরের মুহূর্তেই মনে থাকে না। এমনকি প্রতিদিন আয়নায় নিজের ছবি দেখার কিছুক্ষণ পর নিজেকেই মনে হয় অচেনা কেউ। এই রোগে কেবল মুখ চেনার উপরেই। পুরনো কথা মনে রাখতেও সমস্যা হয় না।
আর সেইজন্যেই, রোগটিকে চিনেও ওঠা যায় না চট করে। কেউ মনে করেন চোখের সমস্যা হচ্ছে, কারণ কণ্ঠস্বর শুনে, স্পর্শ করে বা অন্য স্মৃতির অনুষঙ্গ ধরিয়ে দিলে পরিচিত মানুষটিকে চিনে নিতে পারেন ওই ব্যক্তি। কেউ আবার ভাবেন এ হয়তো স্মৃতিভ্রংশের সমস্যা।
কিন্তু আসলে এটি মস্তিষ্কের একরকম বিরল রোগ। যার নাম ফেস বøাইন্ডনেস, অথবা ডাক্তারি পরিভাষায় প্রসোপ্যাগনোশিয়া। বিশেষজ্ঞদের মতে, আমরা যা দেখি, তার ছাপ থেকে যায় মস্তিষ্কে। তাই আগে দেখা কোনও কিছুকে পরে আবার দেখলে আমাদের মস্তিষ্ক স্মৃতিতে থাকা সেই ছবির ভাÐার হাতড়ায়। মিল খুঁজে পেলে সেই মানুষ বা বস্তুটিকে আমরা চিনতে পারি।
এই ইনফরমেশন প্রসেসিংয়ের প্রক্রিয়াটি পুরোটাই ঘটে মস্তিষ্কের অ্যাসোসিয়েশন কর্টেক্সে। কিন্তু সেই অংশটি বিকল হয়ে গেলেই সমস্যা দেখা দেয়। তখনই শুরু হয় মুখ চিনতে না পারার উপসর্গ, তথা প্রসোপ্যাগনোশিয়া।
এই রোগেরও আবার প্রকারভেদ রয়েছে। ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার, দুর্ঘটনার জন্য মাথায় চোট, অথবা কোনও ট্রমা, এমন বিভিন্ন কারণে অ্যাসোসিয়েশন কর্টেক্স বিকল হয়ে প্রসোপ্যাগনোশিয়ায় আক্রান্ত হতে পারেন কেউ। একে বলা হয় অ্যাকোয়ার্ড প্রসোপ্যাগনোশিয়া।
এই আশ্চর্য ভুলে যাওয়ার অসুখ থেকে সম্পূর্ণ সুস্থতার পথ এখনও খুঁজে পাননি চিকিৎসকরা। তবে বিশেষ কিছু পদ্ধতির সাহায্যে জীবনকে অনেকটা স্বাভাবিক ছন্দে ফেরানোর পথ খুঁজছেন তারা। সূত্র : হেলথলাইন ডটকম, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ