মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বহনকারী কফিন নিয়ে নানা তথ্য সামনে আসছে। তবে অবাক করা তথ্য হলো, কফিনটি তৈরি করে রাখা হয়েছিল আজ থেকে ৩২ বছর আগে। রাজপরিবারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
কফিনটির গায়ে সিসার পারদ বসানো আছে। ফলে কফিনের ভেতরে এবং বাইরে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারে না। এ কারণেই মরদেহ সংরক্ষণ করা যায় দীর্ঘ সময় পর্যন্ত।
বলা হয়, ইংলিশ ওককাঠ দিয়ে তৈরি করা হয়েছে রানির কফিনটি। রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে সিসার পারদ বসানো আছে। ফলে অন্য কফিনের চেয়ে এটি অনেক ভারী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, কফিনটি কে তৈরি করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। তবে ১৯৯১ সাল থেকে লন্ডনে রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স। তারাই এটি সরবরাহ করেছিল বলে অনেকে উল্লেখ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।