Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবি ছাত্রলীগের কাউন্সিল কাল পদ পেতে মরিয়া অছাত্র ও বিতর্কিতরাও

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : দীর্ঘ দিন পর আগামীকাল (৮ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৫তম কাউন্সিল। কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জমে উঠেছে রাজনৈতিক মাঠ। গুরুত্বপূর্ণ দু’টি পদে পেতে মরিয়া হয়ে ওঠেছে পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতারা। শীর্ষ পদ প্রত্যাশীরা দৌড়-ঝাঁপ করছেন। ঘুরছেন নেতাদের দ্বারে দ্বারে। নানা কর্মকাÐে বির্তকিতরাও পদ পেতে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে এবার যোগ্য ও ত্যাগীদেও নেতৃত্বে আনার দাবি উঠেছে। এদিকে সম্মেলনকে ঘিরে নেতাদের ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে ক্যাম্পাস। ক্যাম্পাসে শোডাউন, কর্মীদের সাথে মতবিনিময়, বিভিন্ন চত্বরে জড়ো হয়ে চলছে নিজ নিজ অবস্থান জানান দেওয়ার প্রচেষ্টা। এবারে সভাপতি ও সম্পাদক পদে সাতজনের নাম বেশি আলোচিত হচ্ছে। এরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহসভাপতি মেহেদী হাসান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানুর শাকিল, ছাত্রলীগ নেতা মিনারুল ইসলাম, সদস্য সাকিবুল হাসান বাকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক রাজিব হোসেন প্রমুখ এগিয়ে আছেন। এছাড়া তন্মায়ান্দ অভি (অছাত্র), শরিফুল ইসলাম সাদ্দাম (অছাত্র), টগর মোহাম্মদ সালেহ, আব্দুল্লাহ আল মাসুদ, তাসকিন পারভেজ শাতিল, আতিকুর রহমান সুমন (ছাত্রত্ব শেষ), দেলোয়ার হোসেন ডিলস ও প্রার্থী হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাঞ্জুও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ