Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এবার আইপিএল দিয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে বদলি খেলোয়াড়ের নিয়ম চালু করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই অবশ্য ম্যাচ চলাকালীন ক্রিকেটার বদলানোর এই প্রক্রিয়াকে বলছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, এই নিয়মে টসের সময়ই প্রথম একাদশের পাশাপাশি আরও চারজনের নাম চ‚ড়ান্ত করতে হবে। এই চারজন খেলোয়াড়ের মধ্যে পরবর্তীতে একজন হবেন ইমপ্যাক্ট প্লেয়ার যিনি কিনা সেরা একাদশে থাকা খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নামতে পারবেন। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে ইনিংসের ১৪তম ওভারের আগ পর্যন্ত যেকোনো ওভারের শেষে বদলি খেলোয়াড় নামানো যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দলের অধিনায়ক কিংবা হেড কোচকে মাঠের দুই আম্পায়ার অথবা চতুর্থ আম্পায়ারের অনুমতি নিতে হবে। সব মিলিয়ে মোট ১১ জনই ব্যাটিং করতে পারেন। তবে কোনো দল যদি তাদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট থাকে, এরপর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে একজন বোলারকে খেলাতে পারবেন। আর বৃষ্টি বা অন্যকোনো কারণে যদি ইনিংসের দৈর্ঘ্য ১০ ওভার কিংবা এর চেয়ে নিচে নেমে আসে তাহলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ কার্যকর হবে না।
আইপিএলের আগে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ভারতীয় বোর্ড। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফি দিয়েই তার শুরুটা করতে যাচ্ছে বিসিসিআই। এছাড়া, সব রাজ্য অ্যাসোসিয়েশনে এরই মধ্যে ইমেইল পাঠিয়ে এই নিয়মের বিস্তারিত ব্যাখ্যা করেছে বোর্ড। এই মৌসুম থেকেই নিয়মটি কার্যকর হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ