মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুয়েজ খালের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মিসর। নৌযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে। শনিবার এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে। বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এ জন্য ট্রানজিট ফি বাড়ানোকে অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি। বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশ পরিবহনে ব্যবহৃত হওয়া সুয়েজ খাল মিশরের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।