মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে গতিবৃদ্ধির জন্য ৬০ কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে তার প্রশাসন। রোববারের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে স্কট পেলি’র সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের সা¤প্রতিক যুদ্ধক্ষেত্রে সফলতা এবং এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে কথা বলেন। এ সময় প্রেসিডেন্ট বাইডেনকে পিলি বলেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সফলতার পাশাপাশি পুতিন ক্রমশ বিব্রতকর অবস্থায় চলে যাচ্ছেন এবং একপেশে হয়ে পড়ছেন। আমার ভয় হয় মিস্টার প্রেসিডেন্ট, যদি তিনি রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন তাহলে তাকে আপনি কি বলবেন। জবাবে বাইডেন বলেন- ‘ডোন্ট। ডোন্ট। ডোন্ট। এটা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কিছু ঘটেনি, তেমন অবস্থায় আপনি নিয়ে যাবেন যুদ্ধকে।’ পাল্টা প্রশ্ন করেন পিলি। তিনি জানতে চান, যদি পুতিন সীমা অতিক্রম করেন তাহলে কি পরিণতি ভোগ করতে হবে। জবাবে বাইডেন বলেন, আমি এটা অবশ্যই বলবো না। এটা হবে ফলস্বরূপ। এযাবত দেখা যায়নি এমন এক ভয়াবহ পরিণতিতে পরিণত হবে তা। উল্লেখ্য, হোয়াইট হাউজে এই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান হয়। এতে ইউক্রেন যুদ্ধ, অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এ সময় জাতীয় পর্যায়ে রেলপথ ধর্মঘট এড়ানোর বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়ে কথা বলেন বাইডেন। তিনি বলেন, আমরা ব্যবসা এবং শ্রমকে একসঙ্গে সামনে এনেছি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ছিল ৬০ মিনিট অনুষ্ঠানে বাইডেনের প্রথম সাক্ষাৎ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।