মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বরিকের প্রশংসা
ইহুদিবাদী ইসরাইলের নয়া রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোয় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের ভ‚য়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরাইলের অবৈধ অস্তিত্বের ঘোর বিরোধী প্রেসিডেন্ট বরিক ইসরাইলি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্ট বরিক বলেন, গাজা উপত্যকার শিশুদের হত্যা এবং গোটা ফিলিস্তিনি ভ‚খÐে দখলদার সরকারের পাশবিকতার প্রতিবাদে তিনি ইসরাইলি রাষ্ট্রদূত গিল আর্টজেলির সঙ্গে সাক্ষাৎ করবেন না। ইসরাইলি রাষ্ট্রদূতকে চিলির প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ফিরিয়ে দেয়ার ঘটনাকে স্বাগত জানিয়ে হামাসের মুখপাত্র জিহাদ তাহা প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকের ভ‚য়সী প্রশংসা করেছেন। রয়টার্স।
নেপালে নিহত ২২
নেপালে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভ‚মিধসের ঘটনা ঘটেছে এবং ঘরবাড়ি চাপা পড়ে ২২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১০ জন। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিম দিকে আছাম জেলায় রোববার এ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারীরা এখনো ব্যাপক বৃষ্টির মধ্যেই মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। আহতদের দ্রæত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আকস্মিক বন্যা ও ভ‚মিধস হিমালয় পাহাড়ের পার্বত্য অঞ্চলে একটি সাধারণ ঘটনা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত নেপালে বর্ষার সময় থাকে। হিন্দুস্তান টাইমস।
ভয় করে না
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, ইরান কাউকে ভয় করে চলে না। মার্কিন সরকারের হুমকিতে তার দেশ কখনো মাথানত করবে না। কিরগিজস্তানের সমরকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা এবং ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করে ইরানি প্রেসিডেন্ট। সিনহুয়া।
লোহার খনিতে
চীনে বন্যার পরে একটি লোহার খনিতে ১৪ জন মারা গেছে এবং একজন নিখোঁজ রয়েছে। শনিবার চীনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এ মাসের শুরুতে এ দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ সম্পর্কে সেপ্টেম্বরে একটি তদন্ত হবে। এই মৌসুমে দেশটিতে দ্বিতীয়বারে মতো বন্যা চলছে। তাংশান সিটি সরকার এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই তথ্য জানিয়েছে । খনিটি বেইজিং থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পূর্বে হেবেই প্রদেশে অবস্থিত। হেবেই লোহা ও ইস্পাত প্রধান উৎপাদকের স্থল। ইউএনবি।
তাইওয়ানে ভ‚মিকম্প
তাইওয়ানের পূর্ব উপক‚লে শনিবার ৬ দশমিক ৬ মাত্রার ভ‚মিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভ‚তাত্তি¡ক সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, উপক‚লীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ভ‚মিকম্পটি আঘাত হানে। ভ‚পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ভ‚মিকম্পে কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি। তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভ‚মিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ছিল। ভ‚পৃষ্ঠ থেকে এর কম্পনের গভীরতা ছিল ৭ দশমিক ৩ কিলোমিটার। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।