Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানিকে শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হাজারও মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে হাজারের বেশি মানুষ। আজ রোববার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
চিকিৎসকরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা অসুস্থ হয়ে পড়েন। অনেককে নেওয়া হয় হাসপাতালে।
জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গেল কয়েক দিন ধরে রানির মরদেহ রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। সেখানে শ্রদ্ধা জানাতে আসছেন লাখ লাখ মানুষ। ভক্তদের দীর্ঘ সারি ছাড়িয়েছে কয়েক মাইল পর্যন্ত।
রানিকে শ্রদ্ধা জানাতে গিয়ে ১৩ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে।
১০ দিনের রাষ্ট্রীয় শোক শেষে আগামীকাল অনুষ্ঠিত হবে রানির শেষকৃত্য। তাই, নতুন করে আর কাউকে লাইনে না দাঁড়ানোর অনুরোধ করেছে প্রশাসন। বলা হয়, দীর্ঘ লাইনে যে মানুষ আছে, তারাই রানিকে শেষবারের মতো দেখতে পারবেন কিনা না, এ নিয়ে শঙ্কা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ