Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ক্রেডিট কার্ডে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেনে রিটার্নের প্রমাণপত্র লাগবে না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:২১ পিএম

করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ঋণ গ্রহণ এবং শিক্ষার্থীদের ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার বিধান শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে রাজস্ব কর্তৃপক্ষ উল্লেখ করেছে-করযোগ্য আয় নেই এমন ব্যক্তির ক্ষেত্রে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফশিলী ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকঋণ ও ট্রেড লাইসেন্স গ্রহণসহ ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার বিধান চালু করে এনবিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ