গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে রাজধানীর কদমতলী থানা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। রোববার বিকাল সাড়ে ৪টায় কদমতলী থানার অন্তর্গত যুবলীগের সকল ইউনিট-ওয়ার্ড নেতাদের নিয়ে এই বিক্ষেঅভ প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ২৪ ফুট রাস্তার মোড় থেকে শুরু হয়ে মিরাজ নগর হয়ে কদমতলী থানার সামনে দিয়ে রায়েরবাগ শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি সৈয়দ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পরিবেশ সম্পাদক মো: হারিস মিয়া শেখ সাগর,উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, উপ ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হালিম, সহ সম্পাদক আইয়ুব আলী, যুবলীগ নেতা মিজানুর রহমান ও সোহাগ শাহরিয়াসহ মহানগর ও কদমতলী থানাধীন বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।