Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০০ পিএম

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের। তার আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। পেসার মোহাম্মদ শামির করোনা পজিটিভ হয়েছে। এ কারণে ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই।

আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামছে ভারত। এরই মধ্যে মোহালিতে পৌঁছে গেছে বিরাট কোহলির দল। তবে শামির যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা মোহালিতে পৌঁছানোর পর জানতে পেরেছে দল। আপাতত শামি আছেন কোয়ারেন্টাইনে। এদিকে তার বিকল্প হিসেবে ডাক পেতে পারেন উমেশ যাদব।

দেশের হয়ে শামি শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ বিশ্বকাপে। তারপর থেকে ভারত একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেললেও দলে রাখা হয়নি শামিকে। এশিয়া কাপেও মোহাম্মদ শামিকে নিয়ে যায়নি ভারতীয় দল। বিশ্বকাপের স্কোয়াডেও নাম নেই তার। আছেন স্ট্যান্ডবাই তালিকায়।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয় তাকে। এবার করোনা পজিটিভ হয়ে ছিটকে গেলেন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরার অপেক্ষা যেন আরও বাড়ল শামির।

শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরবর্তী তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কি না, তাও কোভিড সংক্রমণ থেকে তার সুস্থ হওয়ার ওপর নির্ভর করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ