পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টেকনাফ উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের স্থলবন্দর সংলগ্ন নাফনদী থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। মঙ্গলবার বেলা ১ টার দিকে টেকনাফ থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন, সকালের দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন নাফ নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০। লাশে থামি (রোহিঙ্গা ভাষায়) কাপড় রয়েছে। এটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। স্থানীয় লোকজনের দাবি লাশটি একজন রোহিঙ্গা নারীর। গত রোববার গভীর রাতে নাফ নদীর মিয়ানমারের পানিসীমায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে টেকনাফের স্থানীয় জেলেরা এক নারীসহ ৩ জনকে উদ্ধার করলেও নিখোঁজ ছিল অনেকেই। উদ্ধার লাশটি তাদের কোন একজনের হতে পারে। এর আগে সোমবার সকালে মিয়ানমারের ওই পাড়ের নাফ নদীর তীরে চরে আটকা অবস্থায় আরও দুই শিশু এবং এক নারীর লাশ উদ্ধার করা হয়। যে সমস্ত ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যাদের মধ্যে ‘আয়লান রোহিঙ্গা’ খ্যাত ১০ মাস বয়সী শিশু তোহাইত। সে তোহাইত মংডুর বড় গওজবিল এলাকার জাফর আলম ও ছেনুয়ারার সন্তান। শিশুটি কাদায় মুখ থুবড়ে পড়েছিল।
তারা প্রাণে বাঁচতে সীমান্ত পার হতে চেয়েছিল। কিন্তু তাকে একেবারে না ফেরার দেশেই পাঠিয়ে দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ-বিজিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।