Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ককে দেয়া গ্যাসের ২৫ শতাংশ মূল্য শিগগিরই রুবলে পরিশোধ হবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, তার তুর্কি প্রতিপক্ষ রজব তাইয়্যেব এরদোগানের সাথে এক বৈঠকে শুক্রবার বলেছেন যে, তুরস্ককে রাশিয়ান গ্যাস প্রদানের ২৫ শতাংশ চুক্তি অদূর ভবিষ্যতে রুবেলে কার্যকর হবে।

পুতিন বলেন, ‘অদূর ভবিষ্যতে তুরস্কে রাশিয়ান উৎসের প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে আমাদের চুক্তিটি রাশিয়ান রুবেলে এ সরবরাহের ২৫ শতাংশের জন্য অর্থ প্রদানের সাথে কার্যকর হওয়া উচিত’।

পুতিন বলেছেন, ‘যতদূর আমি বুঝতে পেরেছি, [প্রাসঙ্গিক] বিষয়ে একমত হয়েছে, তাই আমি নিশ্চিত যে, এ বিষয়ে কাজ আমাদের চুক্তি অনুযায়ী এগিয়ে যাবে’।

রুশ নেতা এরদোগানকে বলেন, ‘আমরা তুরস্কের প্রজাতন্ত্রে আপনার আগ্রহের সব ক্ষেত্রে আমাদের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে প্রস্তুত’। সূত্র : তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ