প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন বাংলাদেশের আসছেন। প্রায় ১৩ বছর পর তিনি বাংলাদেশে আসছেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি এসেছিলেন। আগামী মাসে তিনি আসবেন ১৯৯২ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী অনুষ্ঠানে যোগ দিতে। ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে তিন গান পরিবেশন করবেন। এর মধ্যে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক গান পরিবেশন করবেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান বলেন, সরকারি অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছি, আশা করছি শিগগির অনুমতি পেয়ে যাব। টিকিট কেটে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ১৯৯২ সালে কবীর সুমনের ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের পর দুই বাংলায় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। জীবনমুখী বাংলা গানের গায়ক হিসেবে তিনি পরিচিতি পান। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।