নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপের সুপার ফোরে দুবাইয়ে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটি বহুদিন হৃদয়ে গেঁথে থাকবে ক্রিকেটপ্রেমীদের। দুই দেশের সমর্থকরা ভুলবেন না কখনো। শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে অবিশ্বাস্য, অকল্পনীয় জয় এনে দেন দলটির পেসার নাসিম শাহ। তার সেই ম্যাচ জেতানো ইনিংস পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেছিল। সেই সঙ্গে ভারতকে এশিয়া কাপ থেকে ছিটকে দেয়।
আর যে ব্যাট ছুঁয়ে এসব অর্জন এসেছে, সেটি নিলামে তোলারও ঘোষণা দেন নাসিম। সেই ব্যাট বিক্রির অর্থ পাকিস্তানের বন্যদুর্গতদের সহায়তায় কাজেও লাগানোর ঘোষণা দেন এ পেসার। সেই পরিকল্পনায় এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির দাতব্য সংস্থায় ব্যাটটি দিলেন নাসিম শাহ।
ব্যাট নিলামে তুলে টাকা উঠিয়ে তা দিয়ে পাকিস্তানের বন্যাবিধ্বস্ত মানুষদের সাহায্য করার দায়িত্ব নিয়েছে আফ্রিদির সংস্থাটি। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার নাসিম একটি ভিডিও টুইট করেন।
পাক পেসার বলেন, আমার জন্য এই ব্যাট খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানের মানুষ বন্যায় ডুবে আছেন। আমি তাই এই ব্যাট আফ্রিদি ফাউন্ডেশনকে দিচ্ছি। কারণ তিনি এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শহিদ আফ্রিদি ভাইয়ের আবেদন, তিনি যেন আমার এলাকার বন্যাপীড়িত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন।
আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে শেষ ওভারে পাকিস্তানের দরকার পড়ে ১১ রান। ফজল হক ফারুকিকে পর পর দুটি ছক্কা হাঁকান নাসিম। চার বল বাকি থাকতে এক উইকেটের মহানাটকীয় জয়ে পাকিস্তান পৌঁছে যায় এশিয়া কাপের ফাইনালে।
ফাইনালে পৌঁছে দেওয়ার অস্ত্র সেই ব্যাটটি নিলামে তুলতে চান নাসিম শাহ। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মিডলঅর্ডার ধসে পড়ে পাকিস্তানের। শেষ ওভারে বল করছিলেন ম্যাচের দুর্দান্ত পারফরমার ফজল হক ফারুকি। ওই ওভারে জয়ের জন্য প্রয়োজন পড়ে ১১ রান। পাকিস্তান পেসার শেষ ওভারে যে ওইভাবে ম্যাচ জেতাতে পারবেন, তা কেউ আশা করেননি।
জয়ের স্বপ্নে যখন বিভোর আফগান সমর্থকরা, তখন ১১ নম্বরে ব্যাট করতে নেমে ফজল হককে টানা দুটি ছয় মারেন নাসিম। ম্যাচ জিতিয়ে পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে তুলেন ১৯ বছরের এ পেসার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।