Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলার ৪৮ বছর পর আদালতের রায়ে নিজ জমি ফিরে পেলেন জেলেখা খাতুন

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:২০ পিএম



দিনাজপুরের নবাবগঞ্জে আদালতের রায়ে ৪৮ বছর পর নিজের জমি ফিরে পেলেন জেলেখা খাতুন ও তার পরিবারের সদস্যরা। এতদিন জায়গাটি অবৈধভাবে দখল করে ব্যবহার করে আসছিলো বদর উদ্দিন নামের ব্যাক্তি।

আজ শনিবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে নিজের জায়গা বুঝে নেন তিনি। এসময় দিনাজপুর জেলা জজ আদালতের পক্ষে নাজির তোফায়েল আহম্মেদের উপস্থিতি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এদিকে কোটি টাকার বাড়ি ভেঙ্গে ফেলা দেখার জন্য হাজারও লোক ভীড় করেন।

এসময় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করে। আদালতের সূত্রে জানা যায়,১৯৭৫ সালে ৪২ শতক জায়গার উপর মামলা করে জেলেখা খাতুন। পরে আইনি লড়াই শেষে ১৯৯৩ সালে মামলার রায় পায় জেলেখা খাতুন। তারপরও একাধিক মামলা নিষ্পত্তি হওয়ার পর আজ আদালত তাদের পাপ্য জায়গা বুঝে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে তাদের জায়গা বুঝে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলেখা খাতুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ