মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাস কিংবা ট্রেনে ছিনতাইকারীদের টার্গেট থাকে মোবাইল ফোনের দিকে। ভারতের বিহার রাজ্যে এক মোবাইল চোরের ভাগ্যে যা ঘটেছে তা দেখলে অন্য চোররা যে শিউরে উঠবে তা নিশ্চিত। চলন্ত ট্রেনের জানালায় চোরকে ঝুলতে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ট্রেনের জানালা ধরে ঝুলছে ওই চোর। তার হাত ধরে রেখেছেন যাত্রীরা। এভাবে ঝুলেই ১০ কিলোমিটার পথ পেরিয়ে গেল সে! ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের এক যাত্রীর মোবাইল জানালা দিয়ে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল
বিহারের সাহেবপুর কামাল স্টেশনে ওই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তার হাত ধরে ফেলেন যাত্রীরা। এরপর চলতে শুরু করে ট্রেন। ওই ভাবেই ঝুলে থাকে চোর। তার হাত না ছাড়তে কাকুতি মিনতি করছে। কেননা সে জানে, একবার হাত ফসকে গেলেই মৃত্যু অথবা গুরুতর জখম হওয়া নিশ্চিত।
যাত্রীরা চোরের হাত ছাড়েননি। জানালার রডের মধ্যে হাত ধরে রাখায় ঝুলন্ত অবস্থায় ১০ কিলোমিটার যাওয়ার পর পরবর্তী স্টেশনে ট্রেন থামতেই চোর দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ তাকে ধরতে পেরেছে কিনা তা জানা যায়নি। সূত্র : ফ্রিপ্রেস জার্নাল, ইন্ডিয়া ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।