Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি : ড. বদিউল আলম

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৮ পিএম


নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে আমার মনে হয় আমরা একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই। আজ শুক্রবার বিকেলে মোংলা প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক সুজন ও সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ পিএফজি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার একথা বলেন।
তিনি বলেন, দেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা করতে না পারলে মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। যেভাবে আমরা চলছি সেটি মুক্তির পথ না, সম্প্রীতির পথ না। দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের উন্নতি হচ্ছে না। ভালো থাকতে চাইলে, সন্তানদের দুধে-ভাতে রাখতে চাইলে কতকগুলো সত্যের মুখোমুখি হতে হবে। একে অপরকে ব্লেইম গেইম দিলে শান্তি সম্প্রীতি আসবেনা।
নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিস্ এ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএন’র সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রোজেক্ট’র এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত ।
সুজন মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, সুজন নেতা অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, সুজন নেতা পান্না লাল দে, ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ^বাস, পিএফজি সদস্য বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, পিএফজি সদস্য বিএনপি নেতা শেখ শাকির হোসেন, পিএফজি সদস্য জাতীয় পার্টির নেতা এরশাদুজ্জামান সেলিম, পিএফজি সদস্য সিপিবি নেতা কমরেড মাহরুফ বিল্লাহ, পিএফজি সদস্য রাকেস সানা, হাসিব সরদার, নারীনেত্রী কমলা সরকার, হাদিসা বেগম, হীরা বেগম, ইয়ুথ লিডার শেখ রাসেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বানকে সামনে রেখে ”সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই” শ্লোগান বাস্তবায়নে সুজন এবং পিএফজি নেতৃবৃন্দকে নির্মোহভাবে রাজনৈতিক বিশ্লেষণ ও নিবেদিত হয়ে কর্মকান্ড পরিচালনা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ