Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতার মুখে নোয়াখালীর প্রসংশা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৬ পিএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্ভাবনী শক্তিকে বহু আগে কুর্নিশ জানিয়েছে বাংলা। কিন্তু, সম্প্রতি বাংলার যুব সমাজের কাছে তার আবেদনে চমৎকৃত এই প্রজন্ম। মমতা টাটাদের প্রকল্পে এক হাজার কর্মসংস্থানের কথা জানিয়ে বলেছেন, চাকরিটাই জীবনের শেষ কথা নয়। আপনারা চপ-মুড়ি-বেগুনির ব্যবসা করুন, লাল হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন, সামনে পুজো আসছে। দোকান দিন। লাভ আসবেই। এখানেই শেষ নয়, মমতা বলেন- পুজোর আগে এখন কী সুন্দর কাশফুল ফুটেছে। এই ফুল শোভা বাড়ায় আবার পেটও ভরায়। কাশফুল দিয়ে দুর্দান্ত লেপ তৈরি করা যায়।

 

এই লেপ তৈরির পরামর্শও তিনি দেন। আর একটি দুর্দান্ত তথ্য তিনি দিয়েছেন। পশ্চিমবঙ্গ পুকুরে ইলিশ চাষ করতে। ফারাক্কায় মৎস্য রিসার্চ সেন্টারের উদ্যোগে কাজ হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের নোয়াখালীতেও একই কাজ হচ্ছে। ওরা সম্প্রতি পুকুরে ৩৫টি ইলিশ উৎপাদন করতে সক্ষম হয়েছে। আমরা সেই কাজ করে দেখাবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ