নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে পাকিস্তান। ব্যর্থতার জন্য বাবর-রিয়াওয়ানের ব্যাটিংকেই দায়ী করছে পাকিস্তানের সাবেক তারকারা। কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা বোলার আকিব জাভেদ।
সবশেষ এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাক ওপেনার রিজওয়ান। কিন্তু ছয় ইনিংসে ১১৭.৫৭ স্ট্রাইক রেটে তিনি করেছেন ২৮১ রান। আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরও দুর্বল রান রেটের কারণে সমালোচিত হবেন রিজওয়ান। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেললেও সমালোচকদের দাবি ৪৯ বল হজম করে দলকে তিনিই ডুবিয়েছেন।
সাবেক পাক তারকা বোলার আকিব জাভেদ স্পোর্টস পাকটিভিতে বলেন, ‘বাবর এবং রিজওয়ান কখনোই দলের বাইরে থাকবেন না, কারণ তারা রান করে চলেছেন। কিন্তু তারা রান করে লাভ কী? তারা ওই ম্যাচটিই জেতাতে পারবে যেটার লক্ষ্যে থাকবে ১৫০-এর মধ্যে। কিন্তু লক্ষ্য ১৮০ রান হলে তারা সেটি আর জেতাতে পারবেন না।’
ভারতের বিপক্ষে ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আপনি যখন ১৮০ রানের লক্ষ্য পাবেন, তখন আপনার একটি ইনিংস প্রয়োজন হবে, যা নেওয়াজ এশিয়া কাপে ভারতের বিপক্ষে চার নম্বরে খেলেছিলেন।’
শোয়েব মালিকের মতো ব্যাটারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত ছিল বলে মনে করেন জাভেদ। তাকে না রাখায় তিনি পাক নির্বাচকদের সমালোচনা করতে ছাড়েননি। জাভেদ বলেন, ‘এরপর শোয়েব মালিক আছেন। আপনার যদি কারো বয়স নিয়ে সমস্যা থাকে, তাহলে অন্তত আপনার একটি বিকল্প প্রস্তাব থাকা উচিত। আপনি জোর করে কাউকে সরিয়ে দিয়েছেন। আসিফ আলি কি তার জায়গায় খেলবেন? নাকি ইফতেখার, নাকি খুশি? ’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।