প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে বিটিভিতে প্রচার হবে আলেখ্যানুষ্ঠান সুবর্ণ উচ্চারণ-এর বিশেষ পর্ব। এবারের পর্ব সাজানো হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের নানা আয়োজন নিয়ে। এতে সংযোজন করা হয়েছে মুক্তিযুদ্ধের ১৪টি কবিতা। মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে রচিত ১৪ জন বিশিষ্ট কবির কবিতা আবৃত্তি করবেন দেশের প্রথমসারির ১৪ জন আবৃত্তিকার। আবৃত্তিকারদের মধ্যে রয়েছেনÑগোলাম সারোয়ার, এনামুল হক বাবু, একেএম শামসুদ্দোহা, ডেইজি, তমাল, মাসুম আজিজুল বাশার, সুমি প্রমুখ। দেশের প্রাচীন আবৃত্তি সংগঠন ‘সংবৃতা’র সভাপতি একেএম শামসুদ্দোহা জানান, মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে বিটিভি’র এ আয়োজন প্রশংসনীয়। আমরা চেষ্টা করেছি, আমাদের দেশমাতৃকা নিয়ে রচিত কবিতাগুলো এ প্রজন্মের কাছে বলিষ্ঠভাবে তুলে ধরতে। এতে নতুন প্রজন্ম আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারবেন। বিটিভিকে ধন্যবাদ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।