Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুশরার গানে অনুপম

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কলকাতার গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়। বাংলাদেশেও জনপ্রিয় তিনি। এবার তার সঙ্গীতায়োজনে গেয়েছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ‘তোমাকে ভালোবেসে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও ইতোমধ্যে ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সাড়া ফেলেছে। বাংলাদেশে গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত বুশরার মিউজিক ভিডিওটি প্রথম চারদিনেই ৫০ হাজার দর্শক দেখেছেন। শুধু তাই নয়, প্রথম কোনো বাংলাদেশি কণ্ঠশিল্পীর মিউজিক ভিডিও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সঙ্গীতবাংলা প্রচার করছে। পাশাপাশি প্রথমবারের মতো অনুপম রায় বাংলাদেশী শিল্পীর কথা ও সুরে সংগীত পরিচালনা ও ভিডিওচিত্রে অভিনয় করলেন। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন কলকাতার ঋক বসু। মডেল হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য ও দ্বীপশ্বেতা মিত্র। ‘তোমাকে ভালোবেসে’ গানের শিল্পী বুশরা বলেন, ‘কলকাতার সিনেমায় প্লেব্যাক করার উদ্দেশ সেখানে গিয়েছিলাম। সে সময় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একজন ঊর্ধŸতন কর্মকর্তা প্লেব্যাক করার আগে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে কলকাতার গানের জগতে পরিচিত হওয়ার পরামর্শ দিলেন। পেশাগত জীবনে বুশরা শাহরিয়ার একজন স্থপতি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতাও করছেন। পাশাপাশি একটি বেসরকারি চ্যানেলে নিয়মিত সংবাদ পাঠ করে থাকেন। তরুণ শিল্পী বুশরা বলেন, ‘আমি ভালো থাকার জন্য গান শুনি, আর মানুষকে ভালোলাগার অনুভূতি দেয়ার জন্য গান শোনাই। তাই যতদিন দর্শক আমার গান ভালোবাসবেন, আমি গেয়ে যাব।’ এর আগে বুশরার গাওয়া বাপ্পা মজুমদারের সঙ্গে ‘বিজয়ের গান’ ও এসআই টুটুলের সঙ্গে ‘ভালোবাসি তোমায়’ সমাদৃত হয়েছে। বাংলাঢোলের ব্যানারে ‘তোমাকে ভালোবেসে’ শিরোনামে বুশরার গানটি ৪৬৪৬৫ নম্বরে শুনতে পাচ্ছেন রবি ফোন ব্যবহারকারীরা। বাংলাদেশে ক’দিন পর ‘তোমাকে ভালোবেসে’ গানের ভিডিওটি প্রকাশ করবে রবি স্ক্রিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ