Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় আহত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গাড়ি। সরকারি সূত্রের খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। তবে আঘাত গুরুতর নয়।
রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুধবার রাতে জেলেনস্কির গাড়ি এবং তার কনভয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে একটি যাত্রিবাহী গাড়ি ধাক্কা মারে বলে ইউক্রেন সরকারের মুখপাত্র সের্গেই নিকিফোরব জানিয়েছেন। তিনি জানান, রাত ১টা ২২ মিনিট (স্থানীয় সময়) নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ওই যাত্রিবাহী গাড়ির কয়েক জন আরোহী গুরুতর আহত হয়েছেন জানিয়ে সের্গেই লিখেছেন, ‘প্রেসিডেন্টের গাড়ির সঙ্গে থাকা চিকিৎসকেরা আহতদের দ্রæত শুশ্রূষার ব্যবস্থা করেন।’ ইউক্রেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত খারকিভ পরিদর্শন করে রাজধানী কিয়েভে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে জেলেনস্কির গাড়ি। সূত্র : নিউইয়র্ক পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ